...

2 views

কবিতা: ভাসমান মুল।
কবিতা: ভাসমান মুল।

মুল থাকে মাটির নীচে
এতো ছিল জানা
হয়তো বা উপরে দৃশ্য একটু আধটু
তবে নীচেতেই থাকে প্রাণ খানা ।

আজ যেন খাড়া চাষের যুগ
মূলের নিস্প্রয়োজন 'মাটি'
আলো ,হাওয়া ,অক্সিজেন
এটুকুই কেবল খাঁটি।

ধীরে ধীরে আমি ও
ভূলি আপন মূল- গ্ৰামে
সন্তান আজ যেথা যেথা ঘোরে
ঘুরি খুশি খুশি সে শহর ধামে।।

**KRN**
15.04.2024.T
Writco: 02.05.2024