...

4 views

শুধু তোমারই জন্য
তোর রূপের একটু আগুন দিবি?
শীতের দুপুরে মাখবো।

অগ্রহাণের শেষ রোদ টুকু গালের যেমনি এক কোনাতে আটকে গেছে তোর , তেমনি করেই রাখলে চলবে আমায়।
হয়তো লক্ষ্য করবেনা সকলে, তবুও ঝলমলে হাসিটার নিমিত্ত কারণ হিসেবে মনে রাখবি আমায়।

ক্যামেরা বন্দী করার জন্য দরকার ওইটুকু নকল হাসিতে মুগ্ধ দুনিয়া যাকে নিয়ে এতো আলোচনা করছে, ক্যামেরার পিছনের মানুষটা তার 32 পাটির খিলখিলে হাসি দেখে সারাদিন কাটিয়ে দিতে চায়।


সকল বায়না, সকল বিলাস , পৃথিবীর সকল সুখ এনে পায়ের কাছে রেখে দেবো- মুখে বলতে হবেনা কিছু, শুধু ওই মায়া ভরা কাজল রাঙা দুচোখে প্রেম গদগদ দৃষ্টিতে এমন করে তাকাস, যেন আমি বুঝি এখনও তুই শুধু আমারই।