...

5 views

কিন্তু কেন
কালো মলাটের খাতায় নাম আবছা
পিপড়েদের সারি ঘিরে কাচের টেবিল
পাশে লাল বল-পেন একলা কথা কয়
পা এর স্মৃতি আবছা, তবুও অমলিন
হাত নিশপিশ করে কিছু লিখি
খালি নেই মন, তাই একলা বসেও বহুগামী
মনে পড়ে গেল পুরনো একটি গান
"সেই পথ যদি না শেষ হয় তবে কেমন
হতো তুমি বলতো?"
আলগা ছোয়া চোখে-চোখ আজন্মের
আদেখলা পনা
না পাওয়া ও পাওয়ার তফাৎ
বড়ই জ্বালাময়, না জানি
কে কোন অতৃপ্তি নিয়ে বেচে আছি!
যাবো কিন্তু কেন, তুমিই কিন্তু কেন?
হতাশায় জেরবার মন আনন্দে ফেরে
একটি ফোন, প্রেয়সীর ডাক।

© debashishbhattacharya