...

8 views

রবীন্দ্র সংলাপ
মাগো তুমি ভাবছো কি
হইবো আমি নষ্ট ছেলে,,
আমরা সবাই বেকার বোধ হয়
ঝড় দেখে সেই সেথায়
আদৌকালের সেসব বাহানা
এসব এখন চলে না
নাম হয়েছে তো দিবানা
করব এবার জয়ের খানা
লিখছি তো দোয়ার খানা
পথ চলছে আদেশ মানা
ঝড় উঠেছে বুকের নলায়
জ্ঞান দিবো সেই জগত মেলায়
অন্ধকারে হাঁটছি আমি
দুয়ার খুলবে সকল খেলায়
জানিনা কবে কিভাবে জড়িয়ে গেছি
এবার আমি নিজেকে করছি মানা
এখনো বুকে চলছে নদীর কল ধোনি
মনে পড়ছে তো আমার হাতায়
কামের এই অকাল সাজে
বেজে গেছে তো ঘড়ির নলে
গ্রামের এই মিষ্টি গন্ধ
হঠাৎ মেখেছে নাকের আনাই
চলছে আমি জগত শিরায়
ভাবছি না তো আর পিছে পরার
ঘুরছি আমি দেশ ভবনে
করবো আমি দেশ সংলাপ

© All Rights Reserved

Related Stories