...

1 views

পাখি

© প্রিয়রঞ্জন মন্ডল

সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি।
দেখি একদল পাখি,
জলের কাছাকাছি।
তারা হয়তো ভাবছে,
গিয়ে স্রোতের কাছে,
একটু জল মেখে আসি।
ভোর বেলায় ঘুম ভাঙ্গা
আর সন্ধ্যা পর্যন্ত উড়ান।
কখনো জলের খোঁজ,
কখনো খাদ্যের খোঁজ,
কখনো একটু খুনসুটি।
এ যেন কতকটা -
মানব জীবনেরই উড়ান।
প্রথমে জীবন গড়া,
তারপর সংসার করা,
তারপর ওপারে গমন।।