...

2 views

কবিতা: রবি-নজরুল ভালবাসার টানে।
কবিতা: রবি-নজরুল ভালবাসার টানে।

বাংলার দুই মহান কবি
'মে' তে জনম দুজনের‌ই
ঘোর গরমে-
নজরুল ও রবি।
দুজনেতেই কেঁদেছিলেন
ওয়া ওয়া রবে
তবু বড় হয়ে ধর্ম পেলেন
আলাদা আলাদা ভাবে
তবে ভালবাসায় বাঁধা ছিলেন
অতি সুন্দর ভাবে।
আবার ব্যাপার মজার হল
এক‌ই বাংলার দুটি কুসুম
আগষ্টেতেই ঝরে
ভালবাসার সারাৎসার দিব্যি বোঝা গেল।
**KRN**
08.05.2024.T
Writco: 24.05.2024
NB:
*Rabindranath tagore: 7 May1861- 7 Aug 1941
*Nazrul Islam 24May 1899- 29 Aug 1976.
© Don't KR