...

6 views

কবিতা: অশ্বত্থ পাতা
কবিতা: অশ্বত্থ পাতা

অশ্বত্থ পাতা
হালকা চালে
হামেশা দোলে
খুশির হাওয়ায়
মায়ের কোলে।
কি প্রাণ চঞ্চল
কি প্রানোচ্ছাস
জেনেও একটি বছর
আয়ুর আভাস।
তারি মাঝে
শিশু থেকে
স্নেহ আদরে
যুবক হ‌ওয়া
মায়ের হেঁসেল
সামাল দেওয়া
পাখ পাখালি
পথিক গুলোর
প্রাণ জুড়োন
ছায়া হওয়া।
কাল বোশেখী
বর্ষাকালে
কত কত
ঝঞ্ঝা সওয়া।
তারপরেতে ও
শীতের শেষে
সর সর সর
হাসির বওয়া।
অবশেষে
বসন্তে এসে
হাসিমুখে ই
রুদ্ররোষে
দ্রুতগতির
শহিদ হওয়া।
এখানেতে ও
হলনা শেষ
মা ব্যাস্ত,
নতুনের প্রবেশ।
এদিকে শহিদ যখন
নামটি তাদের
স্তূপাকারে
রয়ে যাওয়া।
কঙ্কাল জাল
হয়ে যাওয়া
পিঁপড়ে পোকার
ঠাঁই হওয়া
কোন মানুষের
জ্বালানি হওয়া।
পাখির বাসার
গদি হয়ে
মায়ের কোলে
ফিরে যাওয়া ।
ভাই বোন রা
না চিনলে ও
মায়ের মনের
কষ্ট হওয়া।
পাখি শিশুর
বিছানা হওয়া ,
মা পাখিদের
খাবার দেওয়া
শিশুগুলোর
খেলনা হওয়া।
এসব‌ই ঘটে
যেমন যেমন
সময় বওয়া।
কারোর আবার
কবিতা হওয়া
যতক্ষণ না
মাটির সাথে
শান্ত হয়ে
মিশে যাওয়া।।

**KRN**
12.05.2024.T
Writco: 12.05.2024

Related Stories