...

2 Reads

//অরম্যশোক//

রয়ে গেল বিশুষ্ক কিছু রম্যশোক,
জীবন ও মরণের নিয়তিরেখায়
একদিন আগেও সে ছিল নবরূপে
এই পৃথিবীর ধুলো বালি মায়া ঘাসে
তার ছবি লেখা আঁকা মননে ভাসে।
শেষ চিহ্ন নিয়ে চলে গিয়েছে সে লীন
অজানা আকাশপারে তারায় বিলীন
রয়ে গেল তার সেই না-বাজা ইমন
তার প্রতীক্ষা গুণুক পল সুর সপ্তক
খুলে যাক মনের এই আঁধার বাঁধন
আলো! আরো বেশী সূর্যকরোজ্জ্বল
অনশ্বর আলো ওকে দিও হে ঈশ্বর!
এখনও যে ওর ওষ্ঠে লেগে আছে ধীর
অসম্পূর্ণ জীবনের কবিতা-পিয়াস...

—ইশমায়েল

22 April 2024
1-11 am.
Monday

(Elegy/Sonnet written on the untimely demise of Ipsita Mitra Pupu 🥺)

#kaustavmondal