...

4 views

গল্প: বাদুড় পাড়া।
গল্প: বাদুড় পাড়া।
আমি গ্ৰামের মানুষ, গ্ৰামের দিকেই সব আত্মীয় স্বজন। সেসব জায়গা পৌঁছতে অবশ্য ট্রেন বাসে করে ছোট খাটো শহর পেরিয়েই যেতে হত। তাই শহর সম্মন্ধে ও একটু আধটু ধারণা ছিল,বিশেষত কখনো সখনো কাকার সঙ্গে শহরে এক আধ বেলা কেটেছে বিভিন্ন কাজ কর্মে। তখন কোন গুগল তো ছিলনা, লোকজন কে জিজ্ঞাসা করেই গন্তব্যে পৌঁছতে হত। শহরের বিভিন্ন অংশের নাম গুলো সাইন বোর্ডে এইরকম পেয়েছি - রবীন্দ্রসরণী, ‌মালঞ্চ, গুল পাড়া রোড, বামুন গলি, গুলঞ্চ রোড, তালতলা রোড, বসাক পাড়া রোড, মাকালিতলা , বিবেকানন্দ রোড ইত্যাদি ইত্যাদি, আমাদের গ্ৰামটা অনেকটাই বড়, দু- দুটো পঞ্চায়েত, প্রায় হাজার দশেক ভোটার , তা আমাদের গ্ৰামের ভিতর যাস্তায় কোন নাম ছিলনা। তবু কিছু অংশের নাম ছিল- বোল তলা, হাট তলা, বাবুপাড়া,শাঁখারি পাড়া, তাঁতি পাড়া, বামুণ পাড়া, সুঁড়ি পাড়া, বাঁধা অশ্বত্থ তলা ,শিবতলা,চরকডাঙ্গা , ক্লাব, ইস্কুল পাড়া, বাস স্ট্যান্ড ,বেনে পাড়া,জেলেপাড়া ইত্যাদি ইত্যাদি।
সেবার গেছিলাম পিসেমশাই দের গ্ৰামে , গরম কালে, 8-9 এ পড়ি, ওটাও বড় গ্ৰাম আমাদের মত‌ই। ঐরকম‌ই নাম সব অলি গলি গুলোর। সন্ধ্যা বেলায় ঘরের উঠানে বসে চা সহযোগে পিসিমা ইত্যাদির সঙ্গে গল্প চলছে হঠাৎ বাইরে দরজায় টোকা এবং হাঁক- সুবীর কাকা ঘরে আছেন গো? সুবীর পিশেমশায়ের নাম। কে,কেগো পিসিমা আওয়াজ দিলেন, লোকটা তখন বল্ল- আমি বাদুড় পাড়া থেকে আসছি বলে দরজা খুলে উঠোনে পৌঁছে গেল। ঘরের আলোতে দেখলাম লুঙ্গির উপর একটা কালো জামা ,হাতদুটো যেন একটু বেশী লম্বা। অনেকটা বাদুড় বাদুড় ই মনে হচ্ছিল যেন। লোকটা চলে যেতে আমি আত্মীয় দের প্রশ্ন করলাম আমাদের দিকে বামুন পাড়া, চাষা পাড়া এসব রয়েছে তা তোমাদের গ্ৰামে বাদুড় পাড়া কেন? বাদুড় বলে কোন জাতি আছে নাকি? লোকটাকেও তো বাদুড় বাদুড় দেখতে মনে হল। (প্রশ্নটা এসে গেল কেননা আমার আর এক পিসির গ্ৰামে বেদে পাড়া ছিল ,বেদেরা সাপ ধরা লোক। ) শুনে সবাই হেসে ফেল্ল। পিসির ছেলে বল্ল ,আসলে ঐ পাড়ায় বাদুড়দের একটা বড় উপনিবেশ আছে তাই। আমি বল্লাম চলনা দেখে আসি। ভাই বল্ল এখন না, কাল দিনের বেলা নিয়ে যাব।
পরের দিন সকালে টিফিন করে গেলাম ,দেখি ঐ পাড়ায় অনেকগুলো গাছ থেকে যার বেশীরভাগ তেঁতুল গাছ, কালো কালো ব্যাট মানে বাদুড় ঝুলে রয়েছে। এত বাদুড় কেন আমি এর আগে কখনো একটা বাদুড়‌ ও
ঝুলে থাকতে দেখিনি কেবল মাত্র ব‌ইয়ে দুকটা বাদুড়ের ছবি দেখেছিলাম। এ যেন বাদুড়দের কেনা গাছ সব, ভাই বল্ল- সন্ধ্যা হতেই সব ফাঁকা , ভোর হতেই সব হাজির ,
সত্তিই বাদুড়দের উপনিবেশ। যথার্থ নাম 'বাদুড় পাড়া' ।
**KRN**
17.05.2024.T
Writco: 18.05.2024