...

6 views

শীত প্রভু
মাগো এবার উঠবো বিকাল
ঘুম ভাঙবে কাল সকাল
যদি রোদ ঝলক গায়ে
বুঝতে পারব কাল বিকাল
আমি যদি সকালে উঠি
শীত প্রভু তো দিছে ছুটি
প্রভুর কথায় মনে রেখে
কিছু বললাম না তো এবাতে
দিন যায় তো দিন আসে
স্নান করবো তো দিনের শেষ
তখনও তো যদি শীত লাগে
গায়ে জল দেব না এই বেশে
দিন খানি তো পার হয়েছে
গরমকাল আসবে হেসে হেসে
আবার আমি উঠবো রেসে
ঝলক গায় তো নতুন বেশে

© All Rights Reservedকোপা কবিতাটি ভালো লাগলে একটু হাসিমুখ করবেন। আর খারাপ লাগলে চোখ বন্ধ করে দিবেন এবং নতুন কভার টি-টোয়েন্টি ম্যাচে দেব খেলা সম্পর্কে। এখনকার জন্য অপেক্ষা রাখুন ভাই প্রিয় বন্ধুরা। এবং মনে করে একটা লাইক বা সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইব এর ভবিষ্যৎ গল্পটি আপনার হাতে এক সব কিছু তে বলে মনে হচ্ছে এবং আমি জানি এটাই শেষ কথা নয় আমার মধ্যে আপনার সকল দেশের জন্য ভালোবাসায় স্বাগতম রেখে দিলাম আজীবন এবং তো আপনার পরিষ্কার আমার পরিষ্কার আমার পুরস্কার মানে আপনার আপনার পরিষ্কার তো আপনার পরিষ্কার এই ভেবে আমি আজ কত শত গল্পের মধ্যে লিখতেছি আজ রাত জেগেছে কি করব তৈরি করব এই রাজ