...

8 views

জ্যোৎস্না মায়ার নীরব কথন
---জ্যোৎস্না মায়ার নীরব কথন---

আজকে আমার দখিনদ্বারে থমকে গেছে হাওয়া
কিঙ্কিনী আজ প্রশান্ত শব।জীবৎচিতার ধোয়া।
ভোগবিলাসের সাজানো মহল আজকে যখন ভগ্ন,
তখন তুমি অন্য কায়ায় লোলুপ নেশায় মগ্ন।
ফুল বাগিচার মাদকতায় মন মহুয়া ঢেলে
তোমার আঁখি খোঁজেনি প্রাণ,মাতেনি সুরে তালে।
মনের সেতার বেজেছে মনেই জ্যোৎস্নাকে করে সাথী,
প্রাতের কিরণে খোঁজোনি তো আলো,খোঁজোনি তারার রাতি।
স্বর্ণমহল ঢেকেছে ধূলায় দীপ্তি হয়েছে ফিকে
তোমার সোহাগ চামড়ার কুঞ্চনেতে অস্হি রাখে।
শরীর খাঁচায় ডানা ঝাপটিয়ে মরেছে চপল পাখি
আজকে তারে উড়িয়ে দিলেম চাঁদকে দিয়ে ফাঁকি।
প্রতীক্ষা এক জ্যোৎস্না রাতের, আবার দিয়ে ধরা
চাঁদের কায়া স্বপন হবে,হবে পাগলপারা।
সেই সোহাগেই সাজিয়ে চিতা এই মন প্রেয়সীরে
জীবন ব্যাথার অনন্ত নাশে জ্যোৎস্না নদীর তীরে
পিয়াসী হৃদের অরূপ কথন রাতের গায়ে লিখে
জ্বালাব অমর প্রদীপশিখা নীরব ব্যাথার চোখে...

কলমে-রশ্মিতা দাস

Related Stories