...

3 views

প্রজাপতির রঙিন পাখা
প্রজাপতির রঙিন পাখা
ভরা নিলে লালে,

মধু খেতে বেড়াই যখন
ফুলে ও ফলে ,

ঘুরে বেড়াই যখন সে
রঙিন ডানা মেলে ,

রামধনু ও হার মেনে যায়
সেই রঙিন ডানার ছলে ,


[music]

রঙে রঙে রঙিন হবে
মনের গহীন তলে
তোমার ছোঁয়া পেলেই খুশি
আমি এ জীবনে ।

রঙে রঙে রঙিন হবে
মনের গহীন তলে
তোমার ছোঁয়া পেলেই খুশি
আমি এ জীবনে ।

(music)

তোমার ডানা আমার দাগ কেটেছে !

তোমার হাসি আমার মন নরম করেছে !

যেদিন তোমায় দেখিনা
যেন অনেক দিন দেখিনি !

সত্যি বলতে তোমায় বোধয় আমি
অনেক দিন চিনি !


(music)

রঙে রঙে রঙিন হবে
মনের গহীন তলে
তোমার ছোঁয়া পেলেই খুশি
আমি এ জীবনে

রঙে রঙে রঙিন হবে
মনের গহীন তলে
তোমার ছোঁয়া পেলেই খুশি
আমি এ জীবনে

(music )

তোমার আমার ভালোবাসা
বড্ড যে রঙিন

লেবু পাতায় বসেছে ছোট্ট জলফোরিং

তোমার আমার জীবনীটা
সত্যি যে কঠিন

চলো এক সাথে মিলে করে দেই
বিলীন !

(music)

রঙে রঙে রঙিন হবে
মনের গহীন তলে
তোমার ছোঁয়া পেলেই খুশি
আমি এ জীবনে

রঙে রঙে রঙিন হবে
মনের গহীন তলে
তোমার ছোঁয়া পেলেই খুশি
আমি এ জীবনে

---somapto---

© Sahitya Mukherjee

© Swagata Bishram
#sahitya #song

Song is written and tuned by Sahitya
Poem is written by Swagata