...

3 views

কবিতা: সুমতির আশ।
কবিতা: সুমতির আশ।

আমার কবে সেই সুমতি হবে,
মশাটাকে ও মারতে হলে
হাতটি থেমে যাবে?
আমার কবে সেই সুমতি হবে,
মৌমাছি টা হুল ফোটালে
আসবে চোখে জল
যন্ত্রনাতে নয়কো তবে,
ভাবনাখানা-
হুল হারিয়ে তার কি হবে ?
কিন্তু কেমন করে এসব হবে?
আমি তো খাই
মাছ মাংস সবে,
এমন ভাবনা
উন্মাদনা তবে ?
হোক বা না হোক
প্রচেষ্টায় কি ক্ষতিটা হবে?
**KRN**
15.05.2024.T
Writco: 17.05.2024